![লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ধর্ষণের মামলায় যাবজ্জীবন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/08/adalot_109935.jpg)
লক্ষ্মীপুর, ০৮ নভেম্বর, এবিনিউজ: লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় জাহাঙ্গীর হোসেন (২৬) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জেলা জজ কৌঁসুলি জসিম উদ্দিন জানান, আসামি জাহাঙ্গীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের সধু মিয়ার ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ নভেম্বর রায়পুরের কেরোয়া গ্রামের প্রতিবেশী বাকপ্রতিবন্ধী কিশোরীকে জাহাঙ্গীর জোরপূর্বক বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনা কাউকে না বলার জন্য তাকে ৭০০ টাকাও দেওয়া হয়। সম্পর্কে তারা চাচা-ভাতিজি ছিল। পরে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর মা ২৩ নভেম্বর বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হামিকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জাকির বলেন, ‘আসামি ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। ’
এবিএন/মমিন/জসিম