![বিএনপির প্রচার স্টাইলটা নেতিবাচক হলেও খারাপ না...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/12/ashraful_110594.jpg)
বিএনপির প্রচার স্টাইলটা নেতিবাচক হলেও খারাপ না। মিডিয়াকে বোকা বানিয়ে ভালো প্রচার পাওয়া যায়। আজকের সমাবেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবরকমের ব্যবস্থাই বিএনপিকে করে দিয়েছে। সাধারণ মানুষের মনোভাব সরকারের পক্ষে।
রোহিঙ্গা অভিযানে বেগম জিয়ার প্রচার খুব একটা ছিলোনা।মিডিয়ার নজর পেতে ফেনীতে মিডিয়ার উপর হামলা করে দিলো। ব্যাস, প্রচার হয়ে গেলো। তবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা ভেস্তে গেছে।
আজ এখনো পর্যন্ত ভালো আছে। অপেক্ষায় আছি আজকে আবার ফেনীর মতো কোনো অপকর্ম করে কিনা।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে