চাটুকার কথন
যারা সরকারি চাকুরী করতে আসেন তারা বড়ই ভাগ্যবান। তাদের চাটুকারের অভাব হয় না। কিন্তু বাস্তবতা হলো তারা যখন বিদায় নিয়ে যান চাটুকাররাই তখন তাদের ফিরিস্তি তুলে দুর্নাম করতে থাকেন।
জি স্যার জি হুজুর খুব খারাপ লক্ষণ। কর্মকর্তারাও অনেক সময় জি স্যারের বেড়াজালে আটকে যান।হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন— ‘ তৈল সর্বশক্তিমান, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যায় অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য— তাহা কেবল তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। ’
সরকারি কর্মকর্তারা গত একশ বছর ধরে হরপ্রসাদ শাস্ত্রী তৈল রচনায় বিমুগ্ধ হয়ে সমাজ এবং রাষ্ট্রের সর্বস্তরে তেলের বিস্তার ঘটিয়েছেন কিন্তু তেল প্রয়োগ সংক্রান্ত প্রযুক্তির অভাবে প্রায়ই নানান অঘটন ঘটতে দেখা যায় যার ফল ভোগ করতে হয় জনগনকে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে