শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

...এখন শুধু নির্ণয় করতে হবে, আমরা কে কোন জায়গায় আছি?

...এখন শুধু নির্ণয় করতে হবে, আমরা কে কোন জায়গায় আছি?

মহামতি লেনিনের একটি কথা আছে যে, দাস ব্যবস্থা সম্পর্কে তিন ধরনের মনোভাবাসম্পন্ন মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ জানে না যে তারা দাস, এরাই হচ্ছে প্রকৃত দাস। দ্বিতীয় ধরনের মানুষ দাস হওয়াটাকে উপভোগ করে, এরা দাসেরও অধম, এরা হচ্ছে মোসাহেব। আর তৃতীয় ধরনের দাস হচ্ছে যারা চলমান ব্যবস্থাকে মানতে রাজি।

কায়িক দাস প্রথার চাইতে মানসিক দাসত্ব অধিকতর খারাপ। বর্তমানে আমাদের মধ্যে কায়িক এর সাথে মানসিক দাসত্ব বরণের প্রতিযোগিতা চলছে। এখন শুধু নির্ণয় করতে হবে, আমরা কে কোন জায়গায় আছি?

সায়েম খান’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত