![৪ দিনের রিমান্ডে টিটু রায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/15/titu_111087.jpg)
রংপুর, ১৫ নভেম্বর, এবিনিউজ : ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে রংপুরে যার বাড়িতে আগুন দেয়া হয়েছিল, সেই টিটু রায়কে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এ মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই বাবুল ইসলাম বুধবার টিটুকে রংপুরের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দেবাংশু কুমার সরকার ৪ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার ভোরে টিটুকে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকার তার এক আত্মীয় কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।
এ নিয়ে গত শুক্রবার ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ৮টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরসহ লুটপাট করা হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ