![...তারাগঞ্জ এর দগ্ধ ভিটায় দাড়িয়ে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গাইতে ইচ্ছে করে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/15/ratan-kumar-majumder_111151.jpg)
পুলিশ কর্মকর্তা বলেছেন টিটু রায়ের বিরুদ্ধে অভিযোগের কোন তথ্য প্রমান পাওয়া যায়নি । তবে তাকে কেন গ্রেফতার করা হলো ? রামু - নাছিরনগর - তারাগঞ্জ , এর পর কি যুক্ত হবে ? এভাবে কত লোককে ভিকটিম বানানো হবে ? যারা উস্কানী দিয়েছে তাদের কজনের শাস্তি হয়েছে ? আরাকানের রোহিঙ্গাদের উপর নির্যাতনে রোহিঙ্গা প্রেমী যারা হাহাকার করেছে তাদের কয়েকজনের ওয়াল ঘুরে দেখলাম। যা বোঝার বুঝলাম। উপর দিয়ে অসাম্প্রদায়িকতা , মানবতা আর অন্তরে সাম্প্রদায়িকতার বিষবাষ্প।
রামু - নাছিরনগর - তারাগঞ্জ এর দগ্ধ ভিটায় দাড়িয়ে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গাইতে ইচ্ছে করে ।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে