![নিম্নচাপ : গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আরও দুই দিন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/16/weather_111219.jpg)
ঢাকা, ১৬ নভেম্বর, এবিনিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর অগ্রসর হচ্ছে উত্তরে, উপকূলের দিকে। বিরূপ এই আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
নিম্নচাপের প্রভাবে অগ্রহায়ণের আকাশ বুধবার থেকেই মেঘে ঢেকে আছে; সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার সকালে দমকা হাওয়ার সঙ্গে এক পশলা মাঝারি বর্ষণ ভিজিয়ে দিয়ে গেছে রাজধানীকে।
আবহাওয়া অধিদফতর বলছে, এই বৃষ্টি চলতে পারে আরও দুই দিন। তবে ৫ দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে, মেঘ কেটে গেলে বাড়তে পারে শীত।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার আশঙ্কা রয়েছে।
এবার অক্টোবরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ