![...মুছে দেয়ার চেষ্টা করেছে ততবারই বাঙালি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/22/ratan_112266.jpg)
‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড'-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ এটি এখন আর বাঙালির সম্পদ নয় এটি সারা বিশ্বের সম্পদ। একটি জাতি বিশ্বের বুকে মাথা তুলে বিজয়ীর বেশে এক নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা করে। আর প্রতিষ্ঠিত রাষ্ট্রের রূপকারকে তখন বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। বিশ্বে তখন দুটি শব্দ এক হয়ে ধ্বনিত হতে থাকে বাংলাদেশ ও মুজিব। তারই স্বীকৃতি দির ইউনেস্কো।
ইতিহাস কোনদিন মুছে দেয়া যায় না তা প্রমাণিত হলো। বারবারই এই ইতিহাসকে মুছে দেয়ার চেষ্টা হয়েছে। কিন্তু যতবারই অপশক্তি মুছে দেয়ার চেষ্টা করেছে ততবারই বাঙালি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে