![...আশা করি সরকারী তদন্তের মাধ্যমে এই বিষয়টি আমাকে জানানো হবে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/24/goon_112477.jpg)
আমার ঐ কবিতাটি এখন কই?
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত ভূগর্ভস্থ জাদুঘর ( স্বাধীনতা জাদুঘর) -এ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবির পাশে আমার লেখা "স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো" কবিতাটি স্থান পেয়েছিল।
২০১১ সালে আমি ঐ জাদুঘর পরিদর্শন করার সময় স্বাধীনতা জাদুঘরে রক্ষিত ঐ কবিতার ছবি তুলেছিলাম। ভিডিওতে ধারণ করা সেই জাদুঘরের ছবিও আমার সংগ্রহে আছে।
গতকাল বিটিভির একটি অনুষ্ঠানে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জানতে পারি, আমার ঐ কবিতাটি সেখানে আর নেই।
জাতীয় জাদুঘরের ডিজিকে সেখানে পাই। তিনি বলেন, স্বাধীনতা জাদুঘরে রক্ষিত আমার কবিতা তিনি কখনও দেখেননি।
আমি জানতে চাইছি, আমার ঐ কবিতাটি কবে, কার নির্দেশে স্বাধীনতা জাদুঘর থেকে অপসারিত হয়েছে?
এবং আমার কবিতাটি এখন কোথায়, কীভাবে আছে।
ঐ কবিতাটি এখন আমাদের ইতিহাসের অংশ।
কবিতাটি ফিরে পেলে আমি সেটি আমার গড়া কবিতাকুঞ্জে রাখতে পারি।
তার আগে জানতে চাই, কবিতাটি কার সিদ্ধান্তে ওখান থেকে অপসারিত হয়েছে। জানতে চাই কেনইবা কবিতাটি সেখানে রাখা হয়েছিল, কেনইবা কবিতাটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হলো?
আশা করি সরকারী তদন্তের মাধ্যমে এই বিষয়টি আমাকে জানানো হবে।
২৪/১১/১৭
গুন পোয়েটলর্ড’র স্ট্যাটাস থেকে