শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অর্থ দিয়ে অমানুষ কেনা যায় মানুষ কেনা যায় না...

অর্থ দিয়ে অমানুষ কেনা যায় মানুষ কেনা যায় না...

অর্থ দিয়ে অমানুষ কেনা যায় মানুষ কেনা যায় না। বিত্ত বৈভব ক্ষণস্থায়ী। যারা অঢেল টাকার মালিক হয়ে সব কিছু নিজের হাতের মুঠোয় ভাবেন তাদের পতন হয় অতি দ্রুত। আর যারা অপরের অর্থের কাছে নিজেকে সমর্পন করেন তারা মেরুদন্ডহীন। অপরের অর্থের কাছে নিজেকে সমর্পন করে দিয়ে ফায়দা লোটার মত বড় অপরাধ আর নাই। এ ধরণের মানুষের মুখাশ এক সময় খসে পড়বেই। আমাদের সবার মনে রাখা উচিত উদারতা , ঔদার্যতা দুর্বলতা নয় ।

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত