![...ভালবাসতে অনুমতি লাগতে পারে কিন্তু ঘৃণা করতে কোন বাঁধা নাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/29/sayem-kahan_113072.jpg)
ছাত্রলীগের নেতা- কর্মী যারা বুঝে, না বুঝে আমার স্ট্যাটাসে লাইক-কমেন্ট করে তাদেরকে বলতে চাই আপনারা যারা এই কমিটিতে রাজনীতি করতে চান বা পদ পেতে চান তারা আমার ফেসবুক স্ট্যাটাসে লাইক, কমেন্ট না করলেই ভাল হয়। আমি চাই না আমার সাথে সহমত জ্ঞাপন করে আপনারা আপনাদের অবস্থান হারিয়ে ফেলান। রাজনীতিতে আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নাই কিন্তু পদ পদবির ক্ষেত্রে আপনাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে। সুতরাং এটা বুঝতে হবে এখনকার রাজনীতিতে আগে হিসাব-নিকাশ করে পরে ভাল লাগা, মন্দ লাগা বিবেচনা করবেন। আমি জনপ্রিয় হওয়ার জন্য বা লাইক- কমেন্টের আশায় লেখি না, নিজের রাজনৈতিক বোধের জায়গা থেকে লিখি।
পৃথিবীর সব ক্ষমতাবানদের চরিত্র প্রায় একই রকম। আমি ক্ষমতায় আসীন হলেও হয়তো এমন আচরণই করতাম। ক্ষমতাবানরা কখনোই বিরোধী কারো জন্য জায়গা ছাড়তে চায় না। যারা সুযোগের বিলি বন্টন করতে পারে, লোভ সৃষ্টি করতে পারে, প্রলোভন দেখাতে পারে, তারা এগুলোর মাধ্যমে ভয় ও আশঙ্কা সৃষ্টি করে সবাইকে তাদের সাথে রাখতে চায়। তাই তাদের কাছে মধ্যবর্তী কোন জায়গার ধারণা নাই। তারা পক্ষ-বিপক্ষ বানিয়ে আপনাকে যে কোন একদিকে থাকার কথা বলবে। আপনার নিজের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নিজেকে নির্ধারণ করতে হবে আপনি কোন পক্ষে থাকতে চান। নিজের বোধের জায়গাটা তৈরি করেই আপনাকে রাজনৈতিক গতিপথ নির্ধারণ করতে হবে।
আমার রাজনৈতিক দর্শনে কোন পক্ষ- বিপক্ষ নাই। এখানে মধ্যবর্তী জায়গাও রয়েছে। আপনি নিজের বোধ জাগ্রত করে আমাকে গালি দিতে পারেন, মুখে থু থু দিতে পারেন, ভাল-মন্দও কিছু বলতে পারেন। এখানে ভালবাসতে অনুমতি লাগতে পারে কিন্তু ঘৃণা করতে কোন বাঁধা নাই।
সর্বোপরি বলবো, নিজের বোধকে জাগ্রত করার চেষ্টা করেন।
সায়েম খান’র স্ট্যাটাস থেকে