![ডিআরইউর নতুন নেতৃত্বে সাইফুল ও শুভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/30/dru_113168.jpg)
ঢাকা, ৩০ নভেম্বর, এবিনিউজ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ শুকুর আলী (শুভ) নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে মোট ভোটার ছিল এক হাজার ৫২১ জন।
নির্বাচনে এ বছর সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন। তারা হলেন- সাইফুল ইসলাম, আবু দারদা যোবায়ের ও রফিকুল ইসলাম আজাদ। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে সৈয়দ শুকুর আলী (শুভ), মুরসালিন নোমানী, শেখ মুহম্মদ জামাল হোসাইন, শামছুদ্দিন আহমেদ ও রেজাউল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবিএন/মমিন/জসিম