![মধু ও গোলাপজলে রূপচর্চা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/01/l-s-9_113227.jpg)
ঢাকা, ০১ ডিসেম্বর, এবিনিউজ : রূপচর্চায় গোলাপজল যেমন প্রয়োজনীয় একটি উপাদান তেমনই আরেকটি প্রয়োজনীয় উপাদান হলো মধু। গোলাপ ফুলের নির্যাস থেকে বানানো হয় গোলাপজল। পানি সুগন্ধি করতে গোলাপজলের দরকার হয়। গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ঠোঁটে মাখলে ঠোঁট ফাটে না এবং ঠোঁটের রং-ও সুন্দর হয়। গোলাপজল দিয়ে স্কিন-ফ্রেশনার টনিক আপনি নিজেই বানাতে পারেন।
আধা কাপ গোলাপজল, একটা লেবুর রস, ক-ফোঁটা মধু একত্রে মিশিয়ে নিলে স্কিন-ফ্রেশনার টনিক হয়ে গেল। এ টনিক দিনে দুবার তুলোয় করে মুখে লাগাতে পারেন। যাদের মুখের চামড়া খসখসে তারা রাতে মুখ ভালোভাবে ধুয়ে সমপরিমাণ গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মুখে, হাতে এবং পায়ে মেখে নিতে পারেন। ভোরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। এতে মুখের খসখসে ভাব থাকবে না এবং ত্বক কোমল হবে।
মধুর গুণের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। মধু এবং দুধকে বলা হয় বেহেশতের নিয়ামত। মধু ত্বকের জন্যে খুবই উপকারী। বহু ফেসপ্যাক মধু দিয়ে তৈরি হয়। কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ একত্রে মুখে মাখলে মুখের রং উজ্জ্বল, কোমল ও মসৃণ হয়।
মধু ও বেসন একত্রে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানি ও পরে ঠান্ডা পানি দিয়ে ধুলে মুখের ত্বক খুব সুন্দর ও মসৃণ হয়।
কয়েক ফোঁটা মধু + কয়েক ফোঁটা লেবুর রস + ১ চা চামচ গাজরের রস + ১ চা চামচ ছোলার ডালের বেসন একত্রে পেস্টের মতো করে মুখে মেখে ২০-৩০ মিনিট রেখে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন মুখ মসৃণ ও কোমল হয়ে উঠবে। এ প্যাকটি শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্যে উপকারী।
মধু খেলেও নানা রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। মধু কফনাশক। প্রতিদিন ১ চামচ মধু খেলে ঠান্ডা লাগতে পারে না। আয়ুর্বেদি বহু চিকিৎসায় মধু ব্যবহৃত হয়। বাসক পাতার রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু নিয়মিত খেলে ঘুম ভালো হয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ