![একজন আনিসুল হকের প্রয়ানে শ্রদ্ধাঞ্জলি...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/01/ratan_113263.jpg)
একজন আনিসুল হকের প্রয়ানে শ্রদ্ধাঞ্জলি -
জনাব আনিসুল হককে চিনতাম টিভির জনপ্রিয় উপস্থাপক হিসেবে। অসাধারণ ছিল তাঁর বাগ্মিতা। স্বপ্ন ছিল অনেক। আমাদের স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু নিয়তি তাঁকে সে সুযোগ দিল না। তিনি চলে গেলেন আর আমাদের কিছু অর্বাচীনকে মুক্তি দিয়ে গেলেন। অনেক করেছেন এবার তাঁকে শন্তিতে থাকতে দিন। জীবিত আনিসুল হককে নিয়ে যারা গল্প সাজিয়েছেন তারাই আজ শোকগাঁথা গাইছেন। মানুষের চরিত্রের এই বহুমাত্রিকতায় ঘেন্না লাগে। অসুস্থ এবং বিকৃত রুচীর এই মানুষগুলোকে ঘৃনা করতেও ঘৃনা করে।
‘জীবনে যারে তুমি দাওনি মালা
মরণে কেন তারে দিতে এলে ফুল’।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে