বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...ক্ষমতা পাওয়ার চেয়ে তা হারানো বড় কঠিন

...ক্ষমতা পাওয়ার চেয়ে তা হারানো বড় কঠিন

সম্রাটের কথা

জাপানের সম্রাট আকিহিতোর বয়স এখন ৮৩। সম্রাটকে জাপানিরা নিজেদের ‘প্রভু’ হিসেবেই দেখে। নিয়মানুযায়ী সম্রাট মারা যাওয়ার পরই রাজকীয় উত্তরাধিকারী পুরুষই পরবর্তী সম্রাট হতে পারবেন। কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করার বিধান অনুযায়ী জীবিত থাকা অবস্থায় কোন সম্রাট তার আসন ত্যাগ করতে পারবেন না। ক্ষমতার কাছে হেরে না গেলেও আকিহিতো বয়সের কাছে হেরে গেছেন। তাই গত ২০০ বছরের ইতিহাস ভেঙ্গে তিনি সিংহাসন ত্যাগের ঘোষণা দিয়েছেন গত বছর। এরপরও তার রক্ষা হয়নি।

সম্রাট চাইলেও তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না। আজব দেশ রে ভাই। কেউ ক্ষমতায় থাকতে না চাইলে সেটার জন্য যে কাঠখড় পুড়তে হয় সেটা মনে হয় জাপানি সম্রাট আকিহিতো বেশ ভাল করেই টের পেয়েছেন।

প্রথমে করা হলো সম্রাট অপসারণ বিষয়ক কমিটি। এক বছর পর তা দেশটির সংসদীয় উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আইন হিসেবে পাশ করানো হলো। আর সর্বশেষ গতকাল সিদ্ধান্ত নেয়া হয়েছে যে সম্রাট আগামী ২০১৯ সালের ৩০ শে এপ্রিল ক্ষমতা হস্তান্তর করতে পারবেন যখন তার বয়স হবে ৮৫।

এক ক্ষমতা ছাড়তে যদি তিন বছর লেগে যায় তাহলে এমন ক্ষমতার প্রয়োজন কি? সবচেয়ে মজার বিষয় হলো সম্রাটের ছেলে যিনি পরবর্তীতে সম্রাট হতে চলছেন নারিহিতোর বয়স ৫৫, আর ক্ষমতা নেয়ার সময় হবে ৫৭। আহা জাপানি। ক্ষমতা পাওয়ার চেয়ে তা হারানো বড় কঠিন।

নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত