শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

ডাকসু নির্বাচনের দাবিতে ওয়ালিদের অনশন অব্যাহত...

ডাকসু নির্বাচনের দাবিতে ওয়ালিদের অনশন অব্যাহত...

"ডাকসু নির্বাচনের দাবিতে ওয়ালিদের অনশন অব্যাহত"। ওয়ালিদ আপনাকে ধন্যবাদ।

একটু ভাবুনতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ মুহূর্তে ডাকসু নির্বাচন করতে হলে কি কি কাজ করতে হবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে "লিগাল স্টুডেন্ট " এর সংজ্ঞা কি? নিয়মিত, সান্ধ্যকালীন, এম ফিল, শর্ট কোর্স, পি এইচ ডি ছাত্র সহ আরও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তারা কি সকলে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন ।

অধিভুক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের অবস্থা কি হবে?

এখন আসুন মূল জায়গাই। বর্তমান ছাত্রলীগ, ছাত্রদল, সহ বাম ছাত্র সংগঠন গুলোর নেত্রীবৃন্দের মধ্যে কতজন "লিগাল ছাত্র"।

ডাকসু নির্বাচন দিতে হলে, হল গুলোতে সকল ছাত্র-ছাত্রীদের সহ- অবস্থান করতে হবে । সেটা কি সম্ভব? বর্তমান হল গুলোতে ১০০০ হাজারের বেশি ছাত্র থাকে, যাদের পড়াশুনা আগেই শেষ হয়েছে। হল প্রশাসন তাঁদেরকে হল থেকে বের করতে পারে না নানাবিধ কারণে।

যদি ডাকসু নির্মুবাচন করতে হয়, তাহলে এমুহূর্তে প্রশাসন পাইলট প্রগ্রাম হাতে নিতে পারেন। দু, একটি হল-এ নির্বাচন দিয়ে দেখতে পারেন। তারপর ডাকসু নিয়ে ভাবা যেতে পারে।

রফিক শাহরিয়ার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত