বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • মিডিয়া
  • ইত্তেফাক সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইত্তেফাক সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইত্তেফাক সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজবাড়ী, ০৫ ডিসেম্বর, এবিনিউজ : ইত্তেফাক সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে মানহানির মামলায় রাজবাড়ীর ১ নং আমলী আদালত দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘অনেক মন্ত্রী এমপির স্বজনেরা বেপরোয়া: চলছে দখল, টেন্ডারবাজি, সংখ্যালঘু নির্যাতন, সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে, মনোনয়ন ঝুকিতে ৭০ এমপি” শিরোনামে সংবাদ প্রচার হয়। ওই সংবাদে উল্লেখ করা হয়, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকীমের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছে এমপির স্ত্রীর খুব কাছের মানুষ মজনু।

উল্লেখ্য, মো. মিজানুর রহমান মজনু কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের মৃত ইউসুফ হোসেনের ছেলে।

এ ঘটনার পরদিন ২৩ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার মেহেদী হাসান ও সম্পাদক তাসমিমা হোসেনের বিরুদ্ধে রাজবাড়ীর বিজ্ঞ জুডিশিয়াল ১ নং আমলী আদালতে মানহানির মামলা দায়ের করেন মো. মিজানুর রহমান মজনু।

আদালত কালুখালী থানায় এ মামলার তদন্তভার দিলে ৩১ মে কালুখালী থানা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এতে উল্লেখ করা হয় প্রকাশিত সংবাদের কোন সত্যতা পাওয়া যায়নি।

রাজবাড়ীর বার এসোসিয়েশনের অ্যাডভোকেট মো. লিয়াকত আলী বলেন, মঙ্গলবার দুপুরে ওই মামলার ১ নং আসামি মেহেদী হাসান স্বশরীরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে ১ নং আমলী আদালতের বিচারক জুডিমিয়াল ম্যজিস্ট্রেট ফরহাদ মামুন জামিন মঞ্জুর করেন। আন্যদিকে ২ নং আসামি ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন উপস্থিত না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত