![ডোমারে ৬ জুয়ারীর ৭দিনের জেল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/07/karagar@abnews_114053.jpg)
নীলফামারী , ০৭ ডিসেম্বর, এবিনিউজ : নীলফামারীর ডোমারে দোকানে বসে ক্রিকেট জুয়া খেলার অপরাধে ৬ জন জুয়ারীকে ৭দিনে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে ফাতিমা এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাটের হোটেল ব্যবসায়ী আব্বাস আলী(৪৫),রশিদুল ইসলামের ছেলে আলামিন রহমান(২২),ছকদ আলীর ছেলে এনামুল হক(২৫),ইয়াকুব আলীর ছেলে সাজ্জাদ হোসেন(২৪),বোড়াগাড়ী ইউনিয়নের দুলুর ছেলে সাদ্দাম(২৩) ও স্বপনের ছেলে সাইদুল ইসলাম(২৪)।
মঙ্গলবার রাত দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডোমার থানার অফির্সাস ইন চার্জ মো. মোকছেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাটে আব্বাস আলীর হোটেলে অভিযান চালিয়ে হোটেলমালিক সহ ৬ জন জুয়ারীকে আটক করে। এ সময় একটি টিভি জব্দ করা হয়। রাতেই তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জুয়া আইনে প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বুধবার দুপুরে তাদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার্স ইন চার্জ মো. মোকছেদ আলী।
এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর