শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ঢাকা, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১Ñ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়, এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার খবরে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত ও নিম্নচাপে পরিনত হয়ে একই এলাকায় অবস্থান করছে।এটি আজ সকাল ৬ টায় ১০ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ দশমিক ৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আরো জোরদার হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত