বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আসম আবদুর রবের গতকাল যে দাম্ভিকতা দেখলাম তাতে বুঝলাম...

আসম আবদুর রবের গতকাল যে দাম্ভিকতা দেখলাম তাতে বুঝলাম...

আসম আবদুর রবের গতকাল যে দাম্ভিকতা দেখলাম তাতে বুঝলাম আসলেই তিনি পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছেন। তিনি নজরুল কবীরকে বার বার ব্যক্তি আক্রমন করছিলেন এবং বলছিলেন তোমার বয়স কত ? কোন কিছু জানা বয়সের প্রয়োজন হয় না সেটা রব সাহেবকে কি শিখিয়ে দিতে হবে। ৭৫ এর পট রচনা এই রব সাহেবরাই করেছেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যে উশৃঙ্খলতা দেখিয়ছেন যা একমাত্র সন্ত্রাসবাদের সাথে তুল্য। এরশাদের গৃহপালিত নেতার কাছ থেকে এর চেয়ে ভাল আচরণ আশা করা বোকামী।

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত