![মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/07/mahmudur-rahman_114124.jpg)
নাটোর , ০৭ ডিসেম্বর, এবিনিউজ : বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি করার’ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে নাটোরে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন নাটোরের এক আইনজীবী।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান সিদ্দিকির আদালতে এ মামলা দায়ের করেন অ্যাডভোকেট মালেক শেখ। এসময় আদালত মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে নাটোর সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী অ্যাডভোকেট মালেক শেখ জানান, গত ১ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মাহমুদুর রহমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে কটূক্তি করে সম্মানহানিকর বক্তব্য প্রদান করেছেন।
তার দেয়া বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে অপমানিত করা হয়েছে সেই সঙ্গে প্রধানমন্ত্রীসহ তার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এজন্য একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি মাহমুদুর রহমানকে অভিযুক্ত করে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন।
এবিএন/মমিন/জসিম