![আমি নিশ্চিত বিএনপি-জামাত ক্ষমতায় এলে হালের ক্রেজ ”সোফিয়া” বাংলাদেশে নিষিদ্ধ...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/09/ashraful-khokon_114328.jpg)
আমি নিশ্চিত বিএনপি-জামাত ক্ষমতায় এলে হালের ক্রেজ ”সোফিয়া” বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে। পাসপোর্ট ভিসা নিয়েও আসতে পারবে না।
যদি আপনাদের মনে থাকে, আওয়ামীলীগ সরকার ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন অর্ধেক দামে ১০ হাজার কম্পিউটার নেদারল্যান্ড এর একটি কোম্পানি থেকে নিয়েছিল। প্রক্রিয়াটি শেষ হবার আগেই বিএনপি জামাত ক্ষমতায় এসে তা বাতিল করে দেয়। কারণ নেদারল্যান্ড এর দাতা কোম্পানিটির নাম ছিল “টিউলিপ”।
কোম্পানির নামটি মিলে যায় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ের নামের সাথে। আর শুধু এই কারণেই এই চুক্তি বাতিল করেন বেগম জিয়া। পরে মামলায় হেরে গিয়ে নেদারল্যান্ড সরকারকে ৩২ কোটি টাকা জরিমানা দেয় বাংলাদেশ।
বেগম জিয়ার এতদিন মাথাব্যথা ছিল টিউলিপকে নিয়ে, মাথা ব্যথায় নতুন সংযুক্তি হলো “সোফিয়া”। কারণ, সজীব ওয়াজেদ জয়ের মেয়ের নাম “সোফিয়া”।তাই হয়তো সোফিয়াকেও নিষিদ্ধ করবেন বেগম জিয়া।
আশরাফুল আলম খোকন’র স্ট্যাটাস থেকে