শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ব্রণের দাগ কমাতে দুটি টিপস

ব্রণের দাগ কমাতে দুটি টিপস

ঢাকা, ১০ ডিসেম্বর, এবিনিউজ : ব্রণ একটি অস্বস্তিকর সমস্যা। সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। এ ছাড়া বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণেও ব্রণ হতে পারে। অনেকের ক্ষেত্রেই ব্রণ চলে যাওয়ার পরও দাগ থেকে যায়। জেনে নিনি ব্রণের দাগ কমাতে দুই উপায়ের কথা-

অ্যালোভেরা : প্রদাহরোধী ও ব্যাকটেরিয়ারোধী উপাদানের কারণে অ্যালোভেরা দাগ দূর করতে কাজ করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখতেও সাহায্য করে।

* একটি অ্যালোভেরা পাতা কেটে এর ভেতর থেকে জেল বের করুন। জেলকে দাগের মধ্যে চক্রাকারভাবে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে দুই থেকে তিনবার এভাবে অ্যালোভেরা ব্যবহার করুন।

লেবু : লেবুর মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করার উপাদান। এটি ত্বকের উজ্জ্বল করে দাগ দূর করতে সাহায্য করে। এ ছাড়া এটি ত্বকের মৃতকোষ দূর করে এবং ত্বকে নতুন কোষ বৃদ্ধিতে কাজ করে।

* একটি তুলার মধ্যে লেবুর রস নিয়ে সরাসরি দাগের মধ্যে লাগান। ১০ মিনিট এভাবে রেখে ধুয়ে ফেলুন। দিনে এক থেকে দুবার এ পদ্ধতি ব্যবহার করুন।

* সমপরিমাণ লেবুর রস ও মধু নিন। এটি দাগের মধ্যে মাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এটি করুন।

* এক চা চামচ লেবুর রস, এক চা চামচ ভিটামিন ই তেল একত্রে মেশান। ঘুমানোর আগে ব্রণের মধ্যে এটি মাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করুন।

স্য : টপ টেন হোম রেমেডি  

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত