ঢাকা ১১ ডিসেম্বর, এবিনিউজ : উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে একটি সুস্পষ্ট লঘুচাপ। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে আজ সোমবারও দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সারা দেশের আকাশ দিনের অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের দেওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এ লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে এগিয়ে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এবিএন/সাদিক/জসিম/এসএ