বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কোমল হাতের জন্য করণীয়

কোমল হাতের জন্য করণীয়

ঢাকা, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : কাজের চাপ হাত দুটির ওপর দিয়েই যায় বেশি। ফলে চামড়া রুক্ষ হয়ে হাত হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। মরা চামড়া দূর করার পাশাপাশি হাতের ত্বক তাই নিয়মিত ময়েশ্চারাইজ করা জরুরি। সুন্দর ও কোমল হাতের জন্য চাই নিয়মিত যতœ। জেনে নিন কীভাবে যতœ নেবেন হাতের।

* চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি হাতের ত্বকে ম্যাসাজ করুন ৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এটি। ত্বক হবে কোমল ও সুন্দর।

* হ্যান্ড লোশন অথবা বডি লোশনের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। রাতে ঘুমানোর আগে স্ক্রাবটি হাতের ত্বকে ঘষে ঘষে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুছে ভ্যাসলিন অথবা লোশন লাগিয়ে নিন।

* সমপরিমাণ লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি নরম করতে পাতের ত্বক।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত