![ভূমিমন্ত্রীর ছেলে তমাল কারাগারে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/13/tomal-sentenced-to-jail_115091.jpg)
পাবনা, ১৩ ডিসেম্বর, এবিনিউজ : পাবনার ঈশ্বরদী উপজেলায় ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করার মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল এখন জেলহাজতে।
আজ বুধবার দুপুর ১টার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের ১-নং আমলী আদালতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল জামিন নিতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
আদালতে তমাল শরীফের পক্ষে শুনানি করেন পাবনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, অ্যাডভোকেট মকলেছুর রহমান বিশ্বাস মুকুল প্রমুখ।
আদেশের পর দুপুর ১টার দিকে তমালকে পাবনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈশ্বরদী আগমনের আগের দিন গত ২৯ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের সাইট অফিস সাহাপুরে সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকদের ওপর হামলা হয়।
এ ঘটনায় পাবনার ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারসহ প্রায় ৩০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ঈশ্বরদী থানা-পুলিশ এর আগে ৯ জনকে গ্রেফতার করলেও অধরা থাকেন মামলার প্রধান দুই আসামি তমাল ও রাজিব। এদের মধ্যে তমাল বুধবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এবিএন/জনি/জসিম/জেডি