শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

১৯৭১ কতজন বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, তার তালিকা কোথাও না...

১৯৭১ কতজন বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, তার তালিকা কোথাও না...

১৯৭১ কতজন বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, তার তালিকা কোথাও না থাকলেও বিভিন্ন তথ্যের সারাংশে ধরে নেয়া যায় তার সংখ্যা দু’শতাধিক। সাত কোটি মানুষের মধ্যে থেকে আজকের দিনে দু’শতাধিক বুদ্ধিজীবীকে হত্যা করে দেশটাকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। ওইদিনের বুদ্ধিজীবীদের নাম বলতে বললে, যে কেউ কয়েক ডজনের নাম চোখ বন্ধ করে বলে দিতে পারে।

কিন্তু স্বাধীনতার ৪৬ বছরে এসে আপনাকে যদি বলা হয়, দেশে কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলুন দেখি? আপনি হাতের আঙুলে তা গুণতে শুরু করবেন। তার মানে কি? একাত্তরে সাত কোটির ভিতর যদি অন্তত ২০০জন বুদ্ধিজীবী হত্যা করে তাহলে বর্তমানে ষোল কোটি বাঙালির মধ্যে চারশো জন বুদ্ধিজীবীর নাম মুখে থাকার কথা।

কিন্তু না, বুদ্ধিজীবীরা অবশ্যই তৈরি হয়েছে, ইভেন তা কয়েক হাজার। একাত্তরে কাদের মোল্লা, নিজামী-মুজাহিদ গংরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে হয়তো দেশটাকে মেধাশূন্য করতে পারেনি। কিন্তু স্বাধীনতা পরবর্তীতে রাষ্ট্রীয়, ধর্মীয় উগ্রবাদে কিছু বুদ্ধিজীবী হারানোর সংখ্যা সীমিত হলেও মেধাবীদের আমরা হারিয়েছি ‘দেশের প্রচলিত সমাজ ব্যবস্থার কাছে। মেধাবীরা আজ দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। প্রতিদিনই দেশ ছাড়ছে কয়েকশ মেধাবী। এদেরকে ধরে রাখতে পারছে না আমার দেশ। আমার রাষ্ট্রীয় শাসকরা। যারা যাচ্ছে, তারাও ভিনদেশী সুবিধায় দেশটাকে ব্যবহার করছে কেবল পার্সপোর্ট পাওয়ার আশায়।

ছড়িয়ে থাকা এইসব বুদ্ধিজীবীদের হারিয়ে সত্যি মেধাশূন্য গর্তে পরতে বসেছি। একাত্তরে বুদ্ধিজীবীদের হারানোর দায়, যুদ্ধাপরাধীদের হলেও স্বাধীনতা পরবর্তীতে মেধাবীদের হারানোর দায় কেউ নেবে না।

বিনম্র শ্রদ্ধা একাত্তরে হারানো আমাদের সূর্য সন্তানদের। সরকারের কাছে বিনীত আহ্বান সেই সব মেধাবীদের যারা দেশের বাহিরে আলা ছড়িয়ে যাচ্ছেন তাদের ফিরিয়ে এনে বাংলাদেশে মেধার আধার তৈরি করা, যাতে আমাদের দেশের মেধার পুষ্টিহীনতায় না ভোগে!

নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত