![হিন্দুদেরকে মেরুদণ্ড সোজা করে পাল্টা আঘাত করতে হবে...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/15/ratan_115377.jpg)
হিন্দুদেরকে মেরুদণ্ড সোজা করে পাল্টা আঘাত করতে হবে ---- ওবায়দুল কাদের
আমি সম্পূর্ন একমত। আমি নিজেকে ধর্মীয় পরিচয়ে পরিচিতি দিতে চাই না। আমি বঙালি , বাংলা আমার দেশ , বাংলা আমার ভাষা। লাল সবুজ পতাকা এবং আমার সোনার বাংলা আমার অহংকার। এদেশের আলো বাতাস আমার অধিকার। এদেশে জন্মেছি এটা আমার অহংকার। আমি তিল তিল করে সেই অধিকার বুঝে নিতে চাই। কেউ যদি আমাকে হিন্দু বা মালাউন বলে একটা গালি দিতে চায় আমি তাকে ১০টা গালি ফিরিয়ে দিবে। যারা হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে সেই সমস্ত শারমেয় আর বরাহ শাবকদের উদ্দেশ্যে এই স্টেটাস।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে