![৫২.৪ বিলিয়ন ডলারে ফক্স-এর সম্পত্তি কিনছে ওয়াল্ট ডিজনি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/15/disney-buys-fox-abn_115429.jpg)
ঢাকা, ১৫ ডিসেম্বর, এবিনিউজ : মিডিয়া মোগল বলে পরিচিত রুপার্ট মারডকের কাছ থেকে ৫২.৪ বিলিয়ন ডলারে টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফক্স-এর সম্পত্তি কিনে নিতে সম্মত হয়েছে প্রযোজনা সংস্থা ওয়াল্ট ডিজনি।
স্কাই চ্যানেলের ৩৯% মালিকানা রয়েছে ফক্স-এর কাছে। নতুন চুক্তির ফলে সেই মালিকানা ডিজনিকে হস্তান্তর করা হবে। একই সঙ্গে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স ফিল্ম স্টুডিয়োর স্বত্ত্বাধিকারিও হচ্ছে ওয়াল্ট ডিজনি।
ফক্স-এর অন্য দুটি প্রতিষ্ঠান ফক্স নিউজ ও স্পোর্টস একত্রিত করে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
ফক্সের প্রতিষ্ঠাতা রুপার্ট মারডক পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে মিডিয়া জগতে বিচরণ করছেন। এই চুক্তির মাধ্যমে তার যুগের অবসান হলো।
মারডক ২১ বছর বয়সে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রের মালিক হন। কালক্রমে তিনি সেটিকে পৃথিবীর অন্যতম প্রধান সংবাদমাধ্যম ও চলচ্চিত্র নির্মাণ সংস্থায় পরিণত করেন। বর্তমানে মারডকের বয়স ৮৬ বছর।
ফক্স বিক্রি করে দিলেও মারডক এখনো নিউজ করপোরেশনের মালিক। টাইমস ও দ্য সান এই দুটি পত্রিকা নিউজ করপোরেশনের মালিকানাধীন রয়েছে।
ফক্স কিনে নেওয়ায় অসংখ্য তুমুল জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিয়ালের স্বত্ত্বাধিকারী এখন ডিজনি। এসব সিনেমার মধ্যে রয়েছে স্টার ওয়ার্স সিরিজ, মারভেল-এর সুপার হিরো মুভিগুলো, অ্যাভাটার ও ডেডপুল-এর মত হিট সিনেমা এবং দ্য সিম্পসন্স-এর মত জনপ্রিয় টিভি সিরিয়ালও।
মারডক ফক্সের সম্পত্তি বিক্রি করে দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন। কারণ, ধারণা করা হচ্ছিল, মারডক তার সম্পত্তি দুই ছেলে জেমস ও ল্যাকলানকে হস্তান্তর করবেন।
অনেকগুলো অসমর্থিত সূত্র জানিয়েছে, ডিজনির একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করবেন মারডক। খবরটি নিশ্চিত না করলেও ডিজনির প্রধান নির্বাহী বব আইগার জানিয়েছেন, ফক্সের সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া চলার সময় মারডক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মারডক ডিজনিতে কাজ করবেন কিনা সে ব্যাপারে পরে তারা একসঙ্গে সিদ্ধান্ত নেবেন।
হুলু ভিডিও স্ত্রিমিং সাইটের আংশিক মালিকানাও রয়েছে ফক্স-এর কাছে। ডিজনি ফক্সের কাছ থেকে হুলুর ওই আংশিক মালিকানা কিনে নিবে। এতে করে নেটফ্লিক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী একটি ভিডিও স্ট্রিমিং সাইটের আংশিক স্বত্ত্বাধিকারী হবে ডিজনি।
এবিএন/জনি/জসিম/জেডি