![...দেশ পরিচালনার একমাত্র অধিকার রাখে বাংলাদেশ আওয়ামী লীগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/16/ratan_115509.jpg)
আওয়ামী লীগ “বাংলাদেশ” নামক দেশটির জন্মদাতা। এদেশের ভালমন্দ দেখভাল করার অধিকার একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের। স্বাভাবিক প্রক্রিয়ার যে দলটির জন্ম হয়েছে সেটা বাবার আসল সন্তান। আর যে সন্তানটির জন্ম হয়েছে বন্দুকের নলের মাধ্যমে সে অবৈধ সন্তান।
শকুনীরা যখন এদেশ নিয়ে কথা বলে তখন বলতে হয় মায়ের চেয়ে মাসীর দরদ বেশী। যারা বাংলাদেশ চায়নি , যারা গনহত্যার সাথে জড়িতদের সাথে গাটছড়া বেধেছে তাদের কোন অধিকার নেই এদেশ নিয়ে কথা বলার। এদেশে তাদের রাজনীতি করারও অধিকার নাই। দেশ পরিচালনার একমাত্র অধিকার রাখে বাংলাদেশ আওয়ামী লীগ।