বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...আর এভাবেই রাষ্ট্র দূর্বল হিসেবে পরিনত হতে থাকে

...আর এভাবেই রাষ্ট্র দূর্বল হিসেবে পরিনত হতে থাকে

সমান সুযোগ সুবিধা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। যে কোন বৈষম্য নাগরিকদের মধ্যে দৃশ্যমান বিভেদ তৈরী করে। আর দৃশ্যমান বিভেদ করে কোন রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস, ভিন্ন আদর্শ থাকাটাই স্বাভাবিক। পৃথিবীতে এমন কোন দেশ নেই, যেখানে এই ভিন্নতা নেই; তবে সকল দেশে এই ভিন্নতাকে সম্মান দেখানো হয় না, যারা দেখায় না তাদের দেশ নরম ভিত্তির উপর দাড়িয়ে আছে। এসকল দেশ সামান্য বাতাসে তছনছ হয়ে যাওয়ার ভয় আছে বা থাকে (উদাহরণ হিসেবে: মধ্যপ্রচ্যের অধিকাংশ দেশ!)। অনেক দেশ চরম ভাবে শক্তিশালী, এর অন্যতম কারন এসকল ভিন্নতাকে শ্রদ্ধা করা। যখন সকল মত, বিশ্বাস, আদর্শকে সম্মান করা হয় তখন সকলেই সেই রাষ্ট্রকে নিজের রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করে। কিন্তু যখন কোন গোষ্ঠী নিজেদের বঞ্চিত, নিপীড়িত মনে করে স্বাভাবিকভাবেই তাদের ভিতর রাষ্ট্রের ব্যাপারে উদাসীনতা তৈরী হয়, আর এভাবেই রাষ্ট্র দূর্বল হিসেবে পরিনত হতে থাকে ।

এমডি রনি’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত