![তিন বছর আগে জাপানের আসার সময় আমার ক্লাসমেটরা এই মূল্যবান উপহার...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/18/nadim_115903.jpg)
তিন বছর আগে জাপানের আসার সময় আমার ক্লাসমেটরা এই মূল্যবান উপহার দিয়েছিল। জাপানে আসার পরের দিন আমি তাকে আমার ঘরের দেয়ালে ঝুলিয়েছি। এই যেন আমার একখন্ড বাংলাদেশ। দেশের কথা মনে করে মাঝ রাতে যখন ঘুম ভেঙ্গেছে তখন তার দিকে তাকিয়ে অনেক কেঁদেছি। আর প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে যখন আমি ঘরে ফিরি তখন এই জিনিসটি দেখলে আমার সব ক্লান্তি কেটে যায়। এই যেন আমার মায়ের প্রতিচ্ছবি। ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা লাল-সবুজের আমার পতাকা। তোমাকে দেখলে সব দু:খ কষ্ট ভুলে যাই। মাগো তোমার তরে শত কোটি সালাম। বিজয় দিবস কেবল উৎসবের নয়, গৌরব গাঁথা হোক বাঙালির সামনে চলার পথ রেখা...
নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে