![রূপচর্চায় আলু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/l-s-5_116115.jpg)
ঢাকা, ২০ ডিসেম্বর, এবিনিউজ : আলুতে রয়েছে অ্যাসিডিক উপাদান ও ভিটামিন সি। এগুলো ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অতুলনীয়। ত্বকের কালচে দাগ দূর করার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করে আলু। এ ছাড়া চুল পড়া বন্ধ করে চুল ঝলমলে করতেও অনন্য এই উপাদান। জেনে নিন রূপচর্চায় আলুর রস ব্যবহার করবেন কীভাবে।
* ডার্ক সার্কেল দূর করতে আলুর জুড়ি নেই। ফ্রিজের ঠাণ্ডা আলু স্লাইস করে চোখের উপরে দিয়ে রাখুন ২০ মিনিট। আলুর রসে তুলা ভিজিয়েও মুছে নিতে পারেন চোখের আশেপাশের ত্বক। আলুর রসে থাকা অ্যাসিডিক উপাদান ডার্ক সার্কেলের পাশাপাশি দূর করবে চোখের নিচের বলিরেখা।
* প্রতিদিন ত্বকে আলুর রস ব্যবহার করলে বলিরেখা দূর হয়।
* ত্বকের কালচে দাগ দূর করতে আলুর রসের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এবার তুলা ভিজিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করবে।
* ১ চা চামচ আলুর রসের সঙ্গে ১ চা চামচ শসার রস মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক টোনার। এটি ত্বকে ব্যবহার করুন নিয়মিত। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
* খোসাসহ আলু সেদ্ধ করে পানি ঠাণ্ডা করে নিন। শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন এই পানি দিয়ে। নরম ও ঝলমলে হবে চুল।
* ২ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। ১ চা চামচ মধু মিশিয়ে নেড়ে নিন। হেয়ার প্যাকটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এটি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে।
এবিএন/সাদিক/জসিম/এসএ