বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাংবাদিক উৎপল দাস ফিরে এসেছেন

সাংবাদিক উৎপল দাস ফিরে এসেছেন

ঢাকা, ২০ ডিসেম্বর, এবিনিউজ : দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস।

মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতার আদুরিয়া এলাকায় শাহাজালাল ফিলিং স্টেশনের সামনে একটি কালো মাইক্রোবাসে কে বা কারা তাকে রেখে যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল আলম জানান, ভুলতা আদুরিয়া এলাকায় শাহাজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে সাংবাদিক উৎপল দাসকে উদ্ধার করা হয়েছে। তিনি সুস্থ আছেন।

পরে নরসিংদী থেকে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছালে উৎপল দাসকে তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এই দুই মাসের বেশি সময় কোথায় ছিলেন তিনি?

উৎপল দাস বলেন, ‘আসলে কোথায় ছিলাম সেটা নিজেও জানি না। আমাকে চোখ বেধে নিয়ে যাওয়া হয়েছিল।’

তিনি জানান, ধানমন্ডিতে একটি রেস্তোরায় খাওয়া-দাওয়ার পর সেখান থেকে বের হলে একটি গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায় একদল লোক।

কোথায় রাখা হয়েছিল কিছু ধারণা করতে পারেন কি-না জানতে চাইলে উৎপল দাস বলেন, ‘আমাকে নেয়া হয়েছিল ধানমন্ডি থেকে। কিন্তু কোথায় নেয়া হয়েছিল কিভাবে নেয়া হয়েছিল এর বাইরে আমি কিছু জানি না। আমাকে চোখে বেধে গাড়ি করে নিয়ে যাওয়া হয়।’

রাতে পুলিশ ফাঁড়িতে অবস্থানের সময় তিনি আরও বলেন, ‘একটা জঙ্গলের মধ্যে একটা টিন শেড ঘরের মধ্যে আমাকে আটকে রাখে। প্রথমদিকে মাঝে মাঝে বলে এত টাকা আছে তোর আছে তুই টাকা দে। টাকা দিলে তোকে ছেড়ে দেব। তারপর যেহেতু আমি টাকা দিতে পারিনি শেষদিকে তারা এসে আমাকে বলেছে তুই যেহেতু টাকা দিতে পারিস নাই মেরে ফেলব।’

এর পর মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জের ভুলতায় নামিয়ে দেয়া হয়। সে সময় তাকে কি বলা হয়েছিল? উৎপল দাস বলেন, ‘আমাকে তারা বলে, তোর ফোনে চার্জ আছে তুই বাড়ি চলে যা। এই। আমাকে বলল যে পিছনে ফিরে তাকাবি না। আমি আর পেছনে ফিরে তাকাইনি। আর বলল যে, ৫০ গজ পেছনে একটা পেট্রোল পাম্প আছে, আমি সেই পেট্রোল পাম্পে চলে যাই এবং গিয়ে বাড়িতে ফোন করি।’

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত