![মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/20/weather-4_116168.jpg)
ঢাকা, ২০ ডিসেম্বর, এবিনিউজ : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।ৎ
আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৭ মিনিটে।
এবিএন/সাদিক/জসিম/এসএ