![বঙ্গবন্ধু কন্যা বিশ্বের তৃতীয় সৎ ব্যাক্তি। যা আজ বিশ্বে স্বীকৃত...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/ratan_116372.jpg)
বঙ্গবন্ধু কন্যা বিশ্বের তৃতীয় সৎ ব্যাক্তি। যা আজ বিশ্বে স্বীকৃত। তাঁর সততা, দক্ষতা ,মহানুভবতা, বিচক্ষণতা , বাংলাদেশ , দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ বিশ্বব্যাপি স্বীকৃত। দেশ বিদেশে যখন তিনি বাঙালিকে এক অনন্য মর্যার আসনে নিয়ে যাচ্ছেন , যখন তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে উচ্চ কন্ঠ হয়েছেন , চোরকে চোর বলছেন তখনই চোরের দল তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছে।
অবস্থাটা এমন যে চোরকে চোর বলা যাবে না। চোরের মার বড় গলা।
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে