শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাতে শীতের প্রকোপ বাড়তে পারে

রাতে শীতের প্রকোপ বাড়তে পারে

ঢাকা, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : সারাদেশের রাতের তাপমাত্রা হ্রাস ও দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূ্র্বাভাসে এমন তথ্য জানিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শুক্রবার কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর; যা ১২ ডিগ্রি সেলসিয়াস।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত