![...কখনো মনে হচ্ছে না, প্রশ্নপত্র ফাঁস মানে হলো আপনাদের, আমাদের ভবিষৎ ফাঁস!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/23/nadim-mahum_116642.jpg)
গতকাল বিডিনিউজে "শিক্ষামন্ত্রীর পদত্যাগেও অসহায়ত্ব আছে কি?" শিরোনামে লেখার পর বরাবরের মতো বেশ কিছু ইমেইল পেয়েছি। যার মধ্যে অন্যতম একজন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাবশালী অধ্যাপক। আমি ভাবিনি, এমন বড় মাপের মানুষ এই অধমের লেখা পড়ে ইমেইল করবে। সবচেয়ে মজার বিষয় উনি আমার লেখার প্রশংসা করলে আমি কিছুটা ক্ষুব্ধ হয়েছি। ফিরতে ইমেইলে বলেছি, আমাকে ইমেল করে হয়তো অভিনন্দন জানিয়েছেন, কিন্তু আজ এই ইমেইলটা যদি শিক্ষামন্ত্রীকে দিতে পারতেন আর বলতেন, আপনি ফাঁসের মন্ত্রী নন, আপনি দেশের মেরুদণ্ড সোজা করার মন্ত্রী, তাহলে বেশি খুশি হতাম। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কণ্ঠস্বর হারিয়ে ফেলছেন বলেই আমরা নুরুল ইসলামের মন্ত্রীত্ব দেখতে পাই। আপনারা তেল, নুন বেগুন নিয়ে আন্দোলন করতে পারেন আর আপনার শিক্ষার জন্য রাস্তায় একদিনও নামতে পারলেন না...আপনাদের কখনো মনে হচ্ছে না, প্রশ্নপত্র ফাঁস মানে হলো আপনাদের, আমাদের ভবিষৎ ফাঁস!
নাদিম মাহমুদ’র স্ট্যাটাস থেকে