বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

...দল ক্ষমতায় আনার পেছনে নেতাদের চেয়ে কর্মীরা ভূমিকা রাখে বেশী

...দল ক্ষমতায় আনার পেছনে নেতাদের চেয়ে কর্মীরা ভূমিকা রাখে বেশী

সত্য অপ্রিয় -----

আওয়ামী লীগের প্রাণ হলো নিবেদিতপ্রাণ কর্মীরা। কিন্তু দুর্ভাগ্য হলো

আমওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কর্মীরা থাকে সহশ্র যোজন দুরে , সুবিধাবাদীরা সব লুটে নেয়। আবার দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন কর্মীরা দলের হাল ধরে। এটা বার বার প্রমাণিত হয়েছে।

অর্থের বিনিময়ে পদ বিক্রি হলে সে কমিটি মুখ থুবরে পরবে। বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের পদ পদবীতে অর্থের বিনিময়ে দুবৃত্তরা স্থান করে নিচ্ছে। এদের অত্যাচারে নিবেদিতপ্রান কর্মীরা কোনঠাসা হয়ে পরছে। যারা অর্থের বিনিময়ে পদ পদবী বিক্রি করে তাদের চিহ্নিত করা জরুরী। এরা দলের বড় শত্রু। এদের দ্বারাই দল ক্ষতিগ্রস্থ হয়।

নিবেদিতপ্রাণ কর্মীদের দলে ঠাঁই দিন। দলকে ক্ষমতায় আনে এই কর্মীরাই। দল ক্ষমতায় আনার পেছনে নেতাদের চেয়ে কর্মীরা ভূমিকা রাখে বেশী।

রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত