রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • গবেষণা
  • এইচআইভি ভাইরাস ধ্বংস করতে পারে স্বর্ণের কণিকা!

এইচআইভি ভাইরাস ধ্বংস করতে পারে স্বর্ণের কণিকা!

এইচআইভি ভাইরাস ধ্বংস করতে পারে স্বর্ণের কণিকা!

ঢাকা, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : স্বর্ণ মানেই অলঙ্কার! এমন ভাবার কারণ নেই। গবেষণা বলছে এইচআইভি, ডেঙ্গুর মতো ভাইরাসও ধ্বংস করতে পারে স্বর্ণের কণিকা। বিজ্ঞানীরা স্বর্ণের এমন কণিকার সন্ধান পেয়েছেন যা মানব শরীরকে মারাত্মক ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারে।

স্বর্ণের সেই ন্যানোপার্টিকেলস মানবদেবের কোষের মধ্যে ঢুকে ধ্বংস করতে পারে ভাইরাস। এই গবেষণার ফলে এমন ওষুধ তৈরি সম্ভব যা, একাই এইচআইভি, ডেঙ্গু, ইবোলার মতো মারাত্মক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে। বিজ্ঞানীদের দাবি, কোনও রাসায়নিক উপাদান মানবদেহের কোষের মধ্যে প্রবেশ করে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করলে ওই কোষের ক্ষতি করে। এখনও পর্যন্ত এটাই ব্যাকটেরিয়া ধ্বংস করার পদ্ধতি। কিন্তু সোনার ন্যানোপার্টিকেল মানবদেহের কোনও ক্ষতি করে না। এমনটাই জানিয়েছেন সুইজারল্যান্ডের ইপিএফএল নামের গবেষণা সংস্থার প্রধান ফ্রান্সেসকো স্তেলাচি।

এবিনিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত