![ব্রণের দাগ দূর করতে টমেটো](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/25/tometo.abnews24_116987.jpg)
ঢাকা, ২৫ ডিসেম্বর, এবিনিউজ : আপনি ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বিপাকে আছেন? ব্রণ থেকে মুক্তি পেতে একদিন পর পর ত্বকে টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো ব্রণ শুকিয়ে ফেলার পাশাপাশি ব্রণের দাগও দূর করে দ্রুত।
যেভাবে ত্বকে ব্যবহার করবেন টমেটো :
*টমেটো স্লাইস করে নিন।
*ত্বক পরিষ্কার করে টমেটোর টুকরা ঘষে ঘষে লাগান।
*যতক্ষণ পর্যন্ত রস বের হবে ততক্ষণ ঘষতে থাকুন।
*পানির ঝাপটায় মুখ ধুয়ে নিন।
*টমেটোর সঙ্গে ওটমিল মিশিয়ে ত্বক স্ক্রাব করলেও দূর হবে ব্রণ।
ত্বক টমেটো ব্যবহার করবেন কেন?
*টমেটোতে থাকা অ্যাসিডিক উপাদান ব্রণ শুকিয়ে ফেলে দ্রুত।
*টমেটোতে রয়েছে ভিটামিন এ, সি ও কে। এগুলো ব্রণ দূর করতে সাহায্য করে।
*আয়রন, পটাসিয়ামসহ আরও বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায় টমেটো থেকে। এগুলো ব্রণের পাশাপাশি ব্রণের দাগ দূর করতেও কার্যকর।
*ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করে টমেটো।
*ব্রণ দূর করার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে নিয়মিত টমেটো ব্যবহার করলে।
এবিএন/শংকর রায়/জসিম