![ঠাকুরপাড়ায় তাণ্ডব: ফজলার রহমান ৭ দিনের রিমান্ডে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/27/engr-fazlar-rahman-abn_117267.jpg)
রংপুর, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : রংপুরের সদর উপজেলার ঠাকুরপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মামলার অন্যতম আসামি প্রকৌশলী ফজলার রহমানকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী। শুনানি শেষে আদালতের বিচারক আরিফুর রহমান প্রকৌশলী ফজলার রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা পুলিশ ডিবির ওসি (উত্তর) শরিফুল ইসলাম জানান, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গত ১০ নভেম্বর অভিযুক্ত টিটু রায়ের ফাঁসির দাবিতে সলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। পরে কয়েক শত মানুষ ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর করে। এ ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুটি মামলা হয়।
মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবির ওপর। মামলার পরপরই রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমান আত্মগোপন করেন। এরপর ২১ ডিসেম্বর রাজধানীর শ্যামলী এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল ফজলারকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে আসে। বুধবার ফজলারকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী আলেফ উদ্দিন জানান, ফজলার রহমানকে অমানবিকভাবে রিমান্ড দেওয়া হয়েছে। তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।