![ময়মনসিংহের হালুয়াঘাট থানায় এক নারীকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন করেন...](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/29/hasan_117541.jpg)
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় এক নারীকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া। বিষয়টি অভিযোগ। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনার মধ্য দিয়ে ইসলাম মিয়া কি পদোন্নতি পাবেন?
ঘটনাটি ১৯৯৬ সালের। চট্টগ্রামের রাউজান থানার তিন পুলিশ তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে সীমা চৌধুরীকে তাঁর বাড়ি থেকে ধরে থানায় নিয়ে এসে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরদিন জেলখানার ‘নিরাপদ হেফাজতে’ সীমার মৃত্যু হয়।
ঘটনাটি দেশে আলোড়ন, সমালোচনার ঝড় তোলে। বিষয়টি আদালতে গড়ায়, মামলা হয়। শেষ পর্যন্ত সীমা হত্যাকাণ্ডের বিচার হয়নি। পদোন্নতি পান সিরাজুল ইসলাম। হালুয়াঘাটের ঘটনাটির আসামি পুলিশ, তদন্তও করবেন পুলিশ। এদেশে সৎ, মানবিক মনের পুলিশ কর্মকর্তা অসংখ্য। তবু আশঙ্কা, আসামি ও তদন্তকারী একই পেশার-এ বিবেচনা গুরুত্ব পাবে না তো? মূল সত্য উদঘাটন হবে?
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে