বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জেনে নিন পিঁপড়া দূর করার কয়েকটি টিপস

জেনে নিন পিঁপড়া দূর করার কয়েকটি টিপস

ঢাকা, ৩০ ডিসেম্বর, এবিনিউজ : ঘরে পিঁপড়ার আনাগোনা কমাতে চাইলে সবার আগে চাই পরিষ্কার-পরিচ্ছন্নতা। রান্নাঘরের পাশাপাশি ঘরের প্রতিটি কোণ নিয়মিত পরিষ্কার রাখার পরও যদি পিঁপড়ার আনাগোনা না কমে, তবে ঘরোয়া উপায়ে ব্যবহার করতে পারেন পিঁপড়া দূর করার জন্য। জেনে নিন পিঁপড়া দূর করার কয়েকটি টিপস।

* গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, দারুচিনি গুঁড়া ও হলুদ গুঁড়া ছিটিয়ে দিতে পারেন পিঁপড়ার আনাগোনা বেশি এমন স্থানে। দূর হবে পিঁপড়া।

* পিঁপড়ার বাসার সামনে লবণ ছিটিয়ে দিন। পিঁপড়ার উপদ্রব কমে যাবে।

* রসুনের গন্ধে পিঁপড়া আসে না। কয়েক কোয়া রসুন ছড়িয়ে দিতে পারেন পিঁপড়ার বাসার আশেপাশে।

* কর্পূরের সাহায্যেও দূর করতে পারেন পিঁপড়া।

* চিনির বয়ামে একটি তেজপাতা ফেলে দিন। পিঁপড়া আসবে না।

* পুদিনা পাতা গুঁড়া করে ছিটিয়ে দিন আনাচেকানাচে। পিঁপড়া আসবে না।

* সমপরিমাণ পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে করে স্প্রে করুন। পিঁপড়া দূর হবে।

* লেবুর রস ছিটিয়ে দিলেও মুক্তি পাবেন পিঁপড়া থেকে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত