![...ক্যাডার হয়ে এক মাস চাকরি করে ছেড়ে দিবো। আহারে সামাজিক প্রেস্টিজ !!!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/30/jafor_117703.jpg)
আহারে স্বাদের বিসিএস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ করা এক পরিচিত জুনিয়র ভাই পচিশ বছর বয়সে প্রায় ৬৫ হাজার টাকার বেতনে মাল্টিন্যাশানাল কোম্পানীতে জব করে।
সেইও আজ প্রিলি দিয়েছে।মজার কথা আমরা দু'জনেই দারুস সালাম মাধ্যমিক বিদ্যালয়, (শহীদ বুদ্ধিজীবী কবরের পার্শ্বে) মিরপুর-১ পাশাপাশি হল রুমে পরীক্ষা দিয়েছিলাম।
তাঁরে বললাম তোমার বিসিএস কি প্রয়োজন ??
সেই বলে আবু জাফর ভাই, নিদিষ্ট সময়ে দুই চার পাঁচ লাখ ইনকাম করতে পারবো। হয়তো "সিও" হতে পারবো। হয়তো বিদেশে থেকে ডিগ্রী নিতে পারবো।
কিন্তু বলতে পারবোনা আমি "ফরেন ক্যাডারে" চাকরি করছি । প্রশাসন ক্যাডারে চাকরি করছি।
ক্যাডার হয়ে এক মাস চাকরি করে ছেড়ে দিবো।
আহারে সামাজিক প্রেস্টিজ !!!
মুহাম্মদ আবু জাফর’র স্ট্যাটাস থেকে