![...আসলে এই ‘গুম’ বিএনপি’র একটি নাটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/31/joy_117927.jpg)
আরেকজন বিএনপি কর্মী যিনি নাকি 'গুম' হয়েছিলেন তাকে পলাতক অবস্থায় খুঁজে পেয়েছে পুলিশ। ফরহাদ মাজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই ভুয়া রিপোর্ট ফাইল করার জন্য মামলা হয়েছে, যা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য দেশেও অপরাধ হিসেবে বিবেচিত হয়।
আসলে এই 'গুম' বিএনপি'র একটি নাটক। যার মাধ্যমে তাদের নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে আছে অগ্নিসন্ত্রাসের বিভিন্ন মামলা, তারা গ্রেফতার এড়ানোর জন্য গা ঢাকা দেন। কিন্তু সেই উছিলায় বিএনপি অসত্যভাবে দাবি করেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। এর মাধ্যমে তারা আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেন। যখনি এই ধরণের তথাকথিত 'গুম' হওয়াদের ফেরত পাওয়া যাবে, তাদের সকলের ও তাদের পরিবারের বিরুদ্ধে ভুয়া পুলিশ রিপোর্ট এর মামলা হওয়া উচিৎ।
সজীব ওয়াজেদ জয়’র স্ট্যাটাস থেকে