বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঘাটাইল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ঘাটাইল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ঘাটাইল (টাঙ্গাইল), ৩১ ডিসেম্বর, এবিনিউজ : টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাব এর (২০১৮-২০১৯) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলাম সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দি নিউ নেশন প্রতিনিধি মো. নূরুজ্জামান মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রবিবার বিকেলে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

সভা শেষে সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে ঘাটাইল প্রেসক্লাব এর (২০১৮-২০১৯) এ কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদ রহমান (দৈনিক ডেসটিনি), যুগ্ন সম্পাদক বিষ্ণু প্রিয় দীপ (দৈনিক ভোরের পাতা), কোষাধ্যক্ষ মো. মাসুম মিয়া (দৈনিক সকালের খবর ও দ্যা বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক মো. খায়রুল ইসলাম (দৈনিক আজকের দেশবাসী ও বিডি২৪লাইভ), কার্যনির্বাহী কমিটির সদস্য সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দৈনিক দিনকাল), আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক), সদস্য মোহাম্মদ কামাল হোসেন (সাপ্তাহিক পূর্বাকাশ), আব্দুল্লাহ আল মাসুদ (দৈনিক নয়া দিগন্ত), মাজহারুল শিহাব (দৈনিক আমার দেশ ও সাপ্তাহিক প্রযুক্তি)।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জি.বি.জি বিশ্ব. কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মজিবুর রহমান রহমান, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক খলিলুর রহমান, প্রভাষক জিল্লুর রহমান জুলহাস।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত