![পায়ের গন্ধ দূর করার সহজ উপায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/06/w_119127.jpg)
ঢাকা, ০৬ জানুয়ারি, এবিনিউজ : দিনের শুরুতে জুতা পরে বের হন আর দিনশেষে পা থেকে বের হয় বিকট দুর্গন্ধ। সারাদিনের ঘাম আর ধুলোময়লা মিলে এত বাজে গন্ধ হয় পায়ে যে রীতিমত বিব্রতকর অবস্থা। অতিরিক্ত পা ঘামানো ও ধুলোবালি জমে থাকার কারণে এই দুর্গন্ধের সৃষ্টি হয়। বেশি সময় ধরে জুতা পরে থাকলেও এই সমস্যা হতে পারে। তাই নিয়ম মেনে চললেপায়ের দুর্গন্ধ দূর করা সম্ভব। এটা শুধু আপনার নয়, অনেকেরই সমস্যা।পায়ের বিচ্ছিরি দুর্গন্ধের সমস্যা দূর করতে জেনে নিন জুতা/স্যান্ডেল পরার আগের কিছু টিপস।
জুতা পরার ক্ষেত্রে যা করবেন
* প্রথমত প্রতিদিন পরিষ্কার মোজা পরবেন, কখনো সিনথেটিক মোজা পরবেন না। আপনার জন্য সুতিই সেরা। অন্যদিকে একই জুতা পর পর দুদিন পরা বাদ দিলেও দারুণ উপকার পাবেন।
* জুতা পরার আগে পায়ে ভালো মত ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর মোজা পরুন।
* জুতা পরার আগে ভেতরে ট্যালকম পাউডার ছিটিয়ে নিন। ঘাম প্রতিরোধ করে এমন পাউডারও দিতে পারেন। তারপর জুতা পরুন।
* বেশি টাইট বা বেশি ভারী জুতা পরবেন না।
স্যান্ডেল পরার ক্ষেত্রে যা করবেন
* পানিতে বেকিং সোডা গুলে নিন। সেই পানিতে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে নিজের পা ভালো করে মুছে নিন। পানি নিজে থেকেই শুকাতে দিন।
* কাপড়টি ভালো করে চিপে সেটা দিয়ে স্যান্ডেলের ভেতরের দিকটাও মুছে নেবেন। কাপড় যেন খুব বেশী ভেজা না থাকে।
* এবার পায়ে ডিওডোরেন্ট স্প্রে করুন। তারপর স্যান্ডেল পরুন। দেখবেন, সারাদিন দুর্গন্ধের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাবেন আপনি।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর