![...এ সমস্ত অন্যায় দেখার কি কেউ নেই ?](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/09/ratan_119667.jpg)
কক্সবাজারের একটি কেজি স্কুলে অন্যায়ভাবে অতিরিক্ত ফি আদায় করার কারণ জিজ্ঞেস করায় এক ছাত্রের অভিভাবককে বেধরক মারপিঠ এবং লাঞ্চিত করেছে সেই স্কুলের প্রধান শিক্ষক ( ?) সহ অন্যরা ।
মন্তব্য : সারাদেশে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এই সমস্ত বেওয়ারিশ প্রতিষ্ঠানগুলোর অভিভাবক কে ? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসায় সারা দেশে তোলপাড় হয়েছে। আমার প্রশ্ন হলো কক্সবাজের প্রশাসন যন্ত্র কি করেছে ? প্রতি জেলায় এমন হাজার হাজার বানিজ্য কেন্দ্র আছে যেখানে বাচ্চাদের জিম্মি করে বানিজ্য করা হয়। শিক্ষার নামে এরা বানিজ্য কেন্দ্র খুলে বসেছে। এ সমস্ত অন্যায় দেখার কি কেউ নেই ?
রতন কুমার মজুমদার’র স্ট্যাটাস থেকে