![আওয়ামী লীগের বড়ো শত্রু হচ্ছে দলটির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার জিহবা...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/11/hasan_120015.jpg)
আওয়ামী লীগের বড়ো শত্রু হচ্ছে দলটির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার জিহবা। তাঁদের অতিকথন। বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার ‘কম কথা বলা, চুপ করে থাকা’ও সবসময় রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ করে না। চুপ করে থাকা ব্যক্তিত্বের মাপকাঠি হলে সবচেয়ে বেশি ব্যক্তিত্ববান হতেন কোনো বোবা। বিএনপির কোনো নেতা, নেত্রী নন।
হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে